বসন্তদিন
- সঞ্জয় আচার্য ১৭-০৫-২০২৪

পাতায় পাতায় রঙের খেলা প্রজাপতি উড়ে
‘কুহু কুহু’ গানখানি ধায় ধুলোর শহর জুড়ে।

কোন প্রণয়ীর লজ্জা নিয়ে পলাশ শিমুল লাল
কার খুশিতে দোলছে দোদুল চিকন অশোক ডাল।

উতল হাওয়ার গন্ধ নিয়ে প্রাণের ব্যাকুলতা
ফুল-পাখিদের ছন্দে পেল নতুন চঞ্চলতা।

ঘুমের দেশে লুকিয়ে গেছে রাত ঝিমোনো চাঁদ
বসন্তদিন বোনছে আবার দুষ্টু প্রেমের ফাঁদ।

শুকনো পাতায় যাচ্ছে ঢেকে তৃণের জীবনরেখা
উদাস দিনে খুঁজি যারে পাইনি আজো দেখা।

হৃৎকমলের পাপড়ি ঝরে রক্তজবা ফোটে
নিবিড় ছায়ায় মেঘের মায়ায় ফাগুন এল উঠে।

কাজল ভোমর নিতুই আমায় জড়ায় হরেক ঋণে
বিশ্বাসী মন বেরিয়ে পড়ে ভালবাসার দিনে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
২৩-০২-২০১৬ ১৪:৪৪ মিঃ

বেশ ভাল লেগেছে শুভেচ্ছা জানবেন।
দুইটা টাইপ দেখে নেবেন। হয় তো আমার ভুল, তবু--
কাজল- ভোমর>ভ্রমর/ নিতুই> নিত্য) আমায় জড়ায় হরেক ঋণে
আমার মনে হয় এমন লিখেছেন।